শিরোনাম
২০ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:৫৯

বোয়ালমারীতে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

বোয়ালমারীতে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল এক সপ্তম শ্রেণির ছাত্রী (১৩)। আজ সন্ধ্যায় তার বিয়ে হবার কথা ছিল। 

এ খবর পেয়ে আজ দুপুরে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার রওশন আরা পলি ওই কিশোরীর বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করেন। পাশাপাশি মেয়ের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা আদায় করেন। উপজেলা নির্বাহী অফিসার রওশন আরা পলি বলেন, বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের দাদপুর  গ্রামের একটি বাড়িতে বাল্য বিবাহের খবর আমরা জানতে পেরে সাথে সাথে উক্ত বাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেই। বাল্য বিবাহের আয়োজন দণ্ডযোগ্য অপরাধ এবং এর কুফল সম্পর্কে শিশুর অভিভাবকদের বোঝান উপজেলা নির্বাহী অফিসার। পরে লোকজনের উপস্থিতিতে শিশুর বাবার কাছ থেকে মুচলেকা গ্রহণের মাধ্যমে বিয়ে বন্ধ করা হয়। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর