শিরোনাম
২০ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:১৮

ঠাকুরগাঁও অটো শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও অটো শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে অটো শ্রমিক অধিকার আন্দোলনের আয়োজনে ৫ দফা দাবিতে অটো শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে ঠাকুরগাঁও চৌরাস্তায় জেলার ৩২ টা স্ট্যান্ড কমিটির অংশগ্রহণে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

এ সময় অটো শ্রমিক অধিকার আন্দোলনের প্রধান উপদেষ্টা মাহাবুব আলম রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম, অটো শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক ফরিদ আহামেদ, বেলাল, লাবু, খালেক, সাহাজাহান আলি ও স্ট্যান্ড কমিটির নেতৃবৃন্দ।  

বক্তারা এ সময়, অটো শ্রমিকদের উপর সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করা, দুর্ঘটনা প্রতিরোধে অটোতে মোটরের ফাঁকা স্থান বন্ধ করা, অটো শ্রমিকদের স্বীকৃতি ও ইউনিয়ন করবার অধিকার ও ৫ দফা দাবিসহ অবিলম্বে অটো শ্রমিকদের উপর সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করার দাবি জানানো হয়।

পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবর (১০০০০) দশ হাজার গণস্বাক্ষর সহ স্মারকলিপি পেশ করা হয়।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর