২১ সেপ্টেম্বর, ২০১৭ ১১:৫২

কালকিনিতে আবেদনের সাথে সাথে বিদ্যুৎ সংযোগ প্রদান উৎসব

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:

কালকিনিতে আবেদনের সাথে সাথে বিদ্যুৎ সংযোগ প্রদান উৎসব

'শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ'-স্লোগান সামনে রেখে কালকিনিতে আবেদনের সাথে সাথে বিদ্যুৎ সংযোগ প্রদান উৎসব শুরু। মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের ঘোষণা মতে ২০১৮ সালের জুনের মধ্যে মাদারীপুরের কালকিনি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের লক্ষে সাহেবরামপুর এলাকায় এ স্পট মিটারিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

সাহেবরামপুর ইউপি পরিষদে আজ আনুষ্ঠানিকভাবে প্রোগ্রামের উদ্বোধন করেন, মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালকিনি সাব-জোনাল অফিসের এজি.এম.কম সিদ্দিকুর রহমান তালুকদার (শামীম)। এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালকিনি সাব জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, সমন্বয়কারী আবুল হোসেন ও ওয়ারিং ইন্সপেক্টর আসাদ উদ-দৌলাসহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

স্পট মিটারিং প্রোগ্রামে গ্রাহকের কাছ থেকে আবেদন গ্রহণের সাথে সাথে বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। আর গ্রাহকদের বিষয়টি অবগত করতে ৩দিন আগে থেকেই গ্রামে মাইকিং করা হয়।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর