২১ সেপ্টেম্বর, ২০১৭ ২১:৫৫

মুন্সীগঞ্জে দুর্গাপূজা উদযাপন কমিটির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

লাবলু মোল্লা, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জে দুর্গাপূজা উদযাপন কমিটির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাৎসব নির্বিঘ্নে নিরাপদে পালন করার লক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পুলিশ সুপারের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মো: মুস্তাফিজুর রহমানের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সিরাজদিখান সুপার কাজী মাকসুদা লিমা, অতিরিক্ত পুলিশ সুপার টঙ্গিবাড়ি-সিরাজদিখান মো: সাইফুল ইসলাম, ডিআই-ওয়ান মো: নজরুল ইসলাম, ওসি ডিবি মো: ইউনুচ আলী, সদর থানার ওসি আলমগীর হোসেন, সিরাজদিখান থানার ওসি আবুল কালাম আজাদ, গজারিয়া থানার ওসি মো: হেদায়েতুল ইসলাম, টঙ্গিবাড়ি থানার ওসি ইয়ার দৌস হাসান, লৌহজং থানার ওসি মো: আনিসুর রহমান, শ্রীনগর থানার ওসি এস এম আলমগীর হোসেন, জেলার পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাড. অজয় কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক সমর ঘোষসহ ৬ উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ জেলার ২৮৭টি পূজা মণ্পপের সভাপতি সাধারণ সম্পাদকগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এ বছর মুন্সীগঞ্জ জেলায় রেকর্ড ২৮৭ টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে সবচেয়ে বেশি সিরাজদিখান উপজেলায় ৯৭টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার শ্রীনগর উপজেলায় ৬৮টি, টঙ্গিবাড়ি উপজেলায় ৪৭টি, লৌহজং উপজেলায় ৩৩টি, মুন্সীগঞ্জ সদর ৩৩টি এবং গজারিয় উপজেলায় ৯টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর