২২ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:৫০

বরিশালে প্রথমবারের মতো ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে প্রথমবারের মতো ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত

বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার-২০১৭’। ১৩টি প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ৯শ’ খালি পদের বিপরীতে প্রায় দেড় হাজার চাকরি প্রার্থী এই জব ফেয়ারে আবেদন করেন। শুক্রবার সকালে বরিশাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্ত্বরে জব ফেয়ারের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর। 

বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আমিনের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস। 

ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) তাদের বি-এসইপি প্রকল্পের আওতায় বরিশাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এই জব ফেয়ারের আয়োজন করে। আয়োজক প্রতিষ্ঠানের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত গ্রাজুয়েটরা তাদের মেধা ও দক্ষতা যাচাইয়ের মাধ্যমে বরিশালের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে এই জব ফেয়ারের মাধ্যমে নিয়োগ লাভ করবে। 


বিডি প্রতিদিন/২২ সেপ্টেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর