২৩ সেপ্টেম্বর, ২০১৭ ১২:৪৮

বগুড়ায় বিএনপির ডাকা হরতালে কোন প্রভাব নেই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় বিএনপির ডাকা হরতালে কোন প্রভাব নেই

বগুড়ায় বিএনপির ডাকা আধা বেলা হরতালে সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। সকাল থেকেই অভ্যন্তরীণ রুটগুলোতে যানবাহন চলাচল করছে। মহাসড়কে বিভিন্ন দূর-পাল্লার যানবাহন চলাচল করছে। শহরের ঠনঠনিয়া আরন্তজেলা কোচ টার্মিনাল ও চারমাথা কেন্দ্রিয় বাস টার্মিনাল থেকে সিডিউল অনুযায়ী দূর-পাল্লার যাত্রীবাহী বাস ছেড়ে যায়। মালবাহী ট্রাকের চলাচলও ছিল স্বাভাবিক।

এছাড়া সকাল থেকেই দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সবকিছু বিগত দিনের ন্যায় স্বাভাবিক হয়ে আসতে থাকে। আজ শনিবার সকাল ৭টা থেকে ৯ টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য নজরে পড়ে। 

দেখা যায়, শহরের প্রাণকেন্দ্র সাতমাথা হয়ে প্রতিদিনের মত বিভিন্ন যানবাহন চলাচল করে। বগুড়া-শেরপুরগামী করতোয়া গেটলক সার্ভিস চালু রয়েছে। অভ্যন্তরীণ সব রুটে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল ছিল স্বাভাবিক। শহরের রাস্তায় রিক্সা-ভ্যানের দাপট ছিল অন্যান্য দিনের মত।


বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর