২৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৩:০৭

রোহিঙ্গা ইস্যুতে ফরিদপুরে সম্মিলিত ওলামা পরিষদের বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি:

রোহিঙ্গা ইস্যুতে ফরিদপুরে সম্মিলিত ওলামা পরিষদের বিক্ষোভ

মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা, নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরের ভাংগায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টার দিকে স্থানীয় ঈদগাহ মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আবু ইউসুফ মৃধা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আবদুর রহমান, মাওলানা মোঃ ইব্রাহিম, হাফেজ নুর মোহাম্মদ, হাজী সাইফুল্লাহ শামীম, মুফতি সিব্বির আহমেদ, মুফতি আবদুর রহিম, মাওলানা ইছাহাক মোল্যা, মাওলানা জুনায়েদ আল হাসান। সমাবেশে বক্তারা অবিলম্বে মিয়ানমারে গণহত্যা বন্ধে জাতিসংঘের দ্রুত হস্তক্ষেপ কামনার পাশাপাশি আন্তর্জাতিক আদালতে অং সান সু চির বিচার দাবি করা হয়। এছাড়া বক্তারা বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেবারও দাবি জানান।

পরে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঈদগা মাঠ থেকে বের হয়ে ভাংগা বাজারের বিভিন্ন সড়ক ও বিশ্বরোড হয়ে পাইলট স্কুল মাঠে গিয়ে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ভাংগা উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।


বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর