২৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:১৩

একদিনেই দুই বাল্যবিয়ে বন্ধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

একদিনেই দুই বাল্যবিয়ে বন্ধ

প্রতীকী ছবি

রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম একদিনে দুটি বাল্যবিয়ে বন্ধ করেছেন। এর মধ্যে একটি বিয়ে বন্ধ করেছেন মুচলেকার মাধ্যমে। অপরটিতে করেছেন জরিমানা আদায়।
 
উপজেলা ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাঘা পৌর এলাকার বাজুবাঘা নতুনপাড়া মহল্লার আব্বাস আলীর স্কুল পড়ুয়া মেয়ের বাল্যবিয়ে বন্ধ রাখার শর্তে মুচলেকা নেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম। এ ঘটনার আধা ঘণ্টা পর বাঘা রহমতুল্লাহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার স্কুলের নবম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীর বিয়ে বন্ধের জন্য দাবি জানান। এ খবর শুনে ঘটনাস্থল মনিগ্রাম এলাকায় ছুটে যান সহকারী কমিশনার (ভুমি) যোবায়ের হোসেন। সেখানে উভয়পক্ষকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে যৌতুক লেনদেনের মাধ্যমে বাল্যবিয়ে দেওয়ার নানা প্রস্তুতির কথা। এক পর্যায়ে তাদেরকে নিয়ে আসা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। এরপর উভয়পক্ষ তাদের অপরাধ স্বীকার করায় মেয়ের বাবাকে ৫ হাজার এবং ছেলের বাবাকে ৩০ হাজার টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়।
 
বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর