২৩ সেপ্টেম্বর, ২০১৭ ২৩:১৮

তুরাগ নদীতে নৌকাডুবিতে নিখোঁজ ৬

টঙ্গী প্রতিনিধি:

তুরাগ নদীতে নৌকাডুবিতে নিখোঁজ ৬

প্রতীকী ছবি

টঙ্গী পাগাড়-মাউসাইদ গুদারাঘাট এলাকায় শনিবার রাতে একটি  যাত্রীবাহী নৌকা উল্টে তুরাগ নদীতে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে,এঘটনায় খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থালে গিয়ে উদ্ধার কাজে অংশ নেন। ঘটনার পর থেকে ৬জন নিখোঁজ রয়েছে বলে । 

এলাকাবাসী জানায়, ঘটনারদিন শনিবার দিবাগত রাত আটটার দিকে টঙ্গী পাগাড়-মাউসাইদ গুদারাঘাটে একটি নৌকা ত্রিশজন যাত্রী নিয়ে মাউসাইদ থেকে পাগাড় আসছিলো। এসময় কিছু দূর আসার পর যাত্রীদের ভারে নৌকাটি উল্টে তলিয়ে যায়। পরে অনেকেই সাতাঁর কেটে তীরে উঠতে পারলেও ৬ জন নিখোঁজ হয়ে পড়ে। 

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করে রাত সাড়ে দশটায় অভিযান বন্ধ করে দেয়। এবিষয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা খান এহসানুল বলেন,খবর পেয়ে আমাদের ডুবুরিরা উদ্ধার অভিযানে নামে,রাত হওয়ায় আমাদের অভিযান আপাতত বন্ধ। কতজন নিখোঁজ আছে বিষয়টি জেনে সকালে অভিযান চালানো হবে।

এবিষয়ে টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদারের সাথে যোগাযোগ করলে নৌকা ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় হতাহতের কোন খবর পাইনি।  নৌকায় যারা ছিলেন এর মধ্যে বেশির ভাগই পোশাক শ্রমিক।

বিডিপ্রতিদিন/ ২৩ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর