২৪ সেপ্টেম্বর, ২০১৭ ১০:২৪

ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি:

ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আওতায় সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণসহ ৬ দফা দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার টাঙ্গাইল জেলা শাখার শিক্ষকগণ এই মানবন্ধন পালন করেন। পরে প্রধানমন্ত্রী বরাবর ৬ দফা দাবি সংবলিত একটি স্বারকলিপি টাঙ্গাইল জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করা হয়। 

সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার টাঙ্গাইল জেলা সংগঠনের সভাপতি মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি আব্দুল আজিজ, সেক্রেটারী মো. শাহজাহান আলী, সহকারী সাধারণ সম্পাদক আব্দুল লতিফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী ও মহিলা বিষয়ক সম্পাদিকা মুক্তিমণি প্রমুখ।


বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর