২৪ সেপ্টেম্বর, ২০১৭ ১০:৪৪

টাঙ্গাইলের কাকুয়া ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কাকুয়া ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

টাঙ্গাইলে সীমানা সংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতে মামলাসহ বিভিন্ন কারণে স্থগিত হওয়া সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রবিবার সকালে ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে ভোটারদের। তবে এ সময়টায় পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি বেশী লক্ষ্য করা গেছে। 

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে ষ্ট্রাইকিং ফোর্সসহ পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছেন। 

কাকুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট বদিউজ্জামান ফারুক (নৌকা), বিএনপি মনোনীত পর পর দু’বার নির্বাচিত ইউপি সদস্য মো. শাহাদত হোসেন শাহা (ধানের শীষ), আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহ (আনারস), বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. খাদেমুল ইসলাম (ঘোড়া), ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মনোনীত সাবেক ইউপি সদস্য মো. মোতালেব হোসেন (হাত পাখা) ও মুহা. মোফাজ্জল ইসলাম (মটর সাইকেল)। 

কাকুয়া ইউনিয়নে ৯টি কেন্দ্রে মোট ১৮ হাজার ৬ শত ৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। সকাল আটটা থেকে কিাল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

 

 

বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর