২৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৪:৩৪

ফরিদপুরে নিরাপদ অভিবাসন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে নিরাপদ অভিবাসন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

‘নাটকের মাধ্যমে নিরাপদ অভিবাসন এর সমাজভিক্তিক প্রচারাভিযান’-শীর্ষক কর্মশালা রবিবার ফরিদপুরের এনজিও ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইএমও) এর সহায়তায় এবং রুপান্তরের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শামছুল আলম।

আমরা কাজ করি (একেকে)’র পরিচালক এম এ জলিলের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এ এস এম আলী আহসান, প্রফেসর মোঃ শাহজাহান, কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মোঃ রেজাউল করিম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুদা হোসাইন, ব্লাস্টেও সমন্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, এনজিও ব্যক্তিত্ব কাজী আশরাফুল হাসান, আনম ফজলুল হাদী সাব্বির, আসমা আক্তার মুক্তা, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী, মোঃ মোস্তাক্জ্জুামান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার ন্যাশনাল প্রোগ্রামার আসমা খাতুন। অনুষ্ঠানে শিক্ষাবিদ, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর