শিরোনাম
২৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:৪৮

নাটোরে জেএমবি মাসুদ রানার স্ত্রীকে গ্রেফতার

নাটোর প্রতিনিধি:

নাটোরে জেএমবি মাসুদ রানার স্ত্রীকে গ্রেফতার

নাটোরের জেএমবির পলাতক সদস্য মাসুদ রানার স্ত্রী কোহিনুর আক্তার কলি (১৯) কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। আটক কলি গুরুদাসপুর উপজেলার জুনাইনগর গ্রামের মৃত আব্দুল কুদ্দুস আলীর মেয়ে। পুলিশের দাবি সে জেএমবির নারী সদস্য।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করে পুলিশ। 

পরে রোববার দুপুরে কলিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের আদালতে হাজির করে ৫দিন রিমান্ড আবেদন করে। আদালত আগামী মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। 

উল্লে­খ্য, চলতি বছরের ২৪ জানুয়ারি নাটোর সদর উপজেলার চাঁদপুর এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। ওই সময় জেএমবি সদস্য মাসুদ রানা পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে কয়েক দফা অভিযান চালিয়েও মাসুদ রানাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ওই ঘটনার মামলায় কলিকে আটক দেখানো হয়।

ডিবি পুলিশের ওসি আব্দুল হাই জানান, কোহিনুর আক্তার কলি জেএমবির একজন নারী সদস্য। তাকে জেএমবি ও নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বিডিপ্রতিদিন/ ২৪ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর