শিরোনাম
২৫ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:২৮

পাবনার ভাঙ্গুড়াতে বিরল প্রজাতির প্রাণী উদ্ধার

পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়াতে বিরল প্রজাতির প্রাণী উদ্ধার

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পাঁচ ফুট লম্বা বিরল প্রজাতির এক প্রাণী উদ্ধার করেছে এলাকাবাসী। প্রাণীটিকে দেখতে অনেকটা বড় আকারের বিড়ালের মতো।

সোমবার সকালে পৌরসভার চৌবাড়িয়া সাহেবপাড়া মহল্লার একটি বাসা বাড়ি থেকে এই প্রাণীটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারকারী ওই মহল্লার মো. আব্দুল মালেক বলেন, সোমবার সকাল ৬টার দিকে আমার বাসা বাড়িতে একটি কবুতরের ঘরে এই বন্য প্রাণীটিকে দেখতে পাই। এ সময় স্থানীয় কিছু মানুষের সহযোগিতায় জাল দিয়ে এটিকে আটকানো হয়। পরে উদ্ধার করা প্রাণীটি উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের হস্তান্তর করা হয়।

এই প্রাণীটি আগে কখনো এই এলাকায় দেখা যায়নি বলে জানান স্থানীয়রা। এই বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: তোফাজ্জল হোসেন বলেন, বন্য প্রাণীটির নাম আমরা জানি না। উপজেলা নির্বাহী কর্মকর্তা বনবিভাগের কর্মকর্তা সকলের সাথে আলাপ করে ভাঙ্গুড়া চরপাড়া বন্য এলাকাতে তাকে অবমুক্ত করা হয়েছে।

নতুন প্রজাতির বন্য প্রাণীর সম্পর্কে উপজেলা বন কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, প্রাণীটির নাম বলতে পারছি না। তবে এটি হিংস্র প্রজাতির নয়। কারো কোন ক্ষতি করার শঙ্কা না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে প্রাণীটিকে অবমুক্ত করা হয়েছে।

বিডি প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর