২৫ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:৩৪

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় আব্দুল মালেক নামে একজনকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছেন আদালত। চাঁপাইবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে আজ দুপুরে এ রায় প্রদান করেন। আব্দুল মালেক জেলার শিবগঞ্জ উপজেলার কান্তিনগর গ্রামের মাহতাব উদ্দীনের ছেলে।  

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমানয়ারা বেগম জানান, কান্তিনগর গ্রামের মো. রুবেল তার বন্ধু আব্দুল মালেককে ১৮ হাজার টাকা ধার দেয়। পরবর্তিতে কয়েকবার পাওনা টাকা চাইলেও সে টাকা পরিশোধ করেনি। একপর্যায়ে ২০০৯ সালের ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে মালেক রুবেলকে বাড়ি থেকে ডেকে পার্শ্ববর্তী চোহান বিলে নিয়ে  যায়। সেখানে পিছন দিক থেকে হাসুয়া দিয়ে কুপিয়ে রুবেলকে হত্যার পর আখ ক্ষেতে পুঁতে রাখে। ঘটনার ১ মাস ২দিন পর পুলিশ নিহত রুবেলের গলিত লাশ উদ্ধার করে ও মালেককে গ্রেফতার করে। এ ঘটনায় নিহত রুবেলের পিতা ওই বছর ১০ অক্টোবর শিবগঞ্জ থানায় মালেকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এসআই জামাল উদ্দীন ২০১০ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর