২৫ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:৩৫

চুয়াডাঙ্গায় সাড়ে ১০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় সাড়ে ১০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের বিভিন্ন সময়ে আটক করা প্রায় সাড়ে ১০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সোমবার সকালে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এর মধ্যে এক লাখ ৫৮৮ বোতল ফেনসিডিল, ১০৮ কেজি গাঁজা, ৩৭ হাজার ৮৩১ বোতল মদ ও ২৩ হাজার ২১১ পিস ইয়াবা ছিলো।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আবু সাঈদ, চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক ও পুলিশ সুপার নিজাম উদ্দীন।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. রাশিদুল আলম জানান, বিভিন্ন সময়ে বিজিবির আটক করা ১০ কোটি ৪৩ লাখ ২২ হাজার ৭০২ টাকার বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এরমধ্যে ৪ কোটি ২ লাখ ৩৫ হাজার ২০০ টাকা মূল্যের ১ লাখ ৫৮৮ বোতল ফেনসিডিল, ৩ লাখ ৭৭ হাজার ৭০২ টাকা মূল্যের ১০৮ কেজি গাঁজা, ৫ কোটি ৬৭ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা মূল্যের ৩৭ হাজার ৮৩১ বোতল মদ এবং ৬৯ লাখ ৬৩ হাজার ৩০০ টাকা মূল্যের ২৩ হাজার ২১১ পিস ইয়াবা রয়েছে।


বিডি প্রতিদিন/২৫ সেপ্টেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর