২৫ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:০৪

মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি:

মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক নির্যাতন বন্ধ ও রাখাইনদের ফেরত নেওয়ার দাবিতে দিনাজপুরে এনজিও ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনাজপুর প্রেসক্লাবের সামনে ফেডারেশন অব এনজিওস ইন দিনাজপুর এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ফেডারেশন অব এনজিওস ইন দিনাজপুর সভাপতি এবং আলোহা সোস্যাল সার্ভিস বাংলাদেশ’র পরিচালক মিনার বেগম, ব্র্যাক দিনাজপুর এর মোঃ মহসিন আলী, আফাআউস সমন্বয়কারী মোঃ আমিন খান, আশা দিনাজপুর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুর রশিদ, মোঃ জাফর ইকবাল আশা ইন্টারন্যাশনাল, মোঃ আশ্রাফুল আলম এসপিও, ব্যুরো বাংলাদেশ, চন্দন সরকার, ম্যানেজার, আরডিআরএস বাংলাদেশসহ শতাধিক কর্মী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। 

এছাড়া দিনাজপুর ইউনিটি ফর এনজিও’স এর যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম বাবলুর নেতৃত্বে এবং দিনাজপুর যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক-এর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে প্রতিনিধিবৃন্দ, দিনাজপুর এনজিও ফেডারেশন এর সাথে একাত্বতা ঘোষণা করে মানববন্ধনে অংশগ্রহন করেন। 

 

বিডি প্রতিদিন/২৫ সেপ্টেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর