২৫ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:১৫

বগুড়ায় বালু উত্তোলনের দায়ে দু'টি খননযন্ত্র পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, বগুড়া :

বগুড়ায় বালু উত্তোলনের দায়ে দু'টি খননযন্ত্র পুড়িয়ে ধ্বংস

বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু তোলার দায়ে ২টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ফেলেছে ভ্রাম্যমাণ আদালত। আজ নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে  ভ্রাম্যমাণ আদালত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালিতলা গ্রোয়েন বাধের কাছে অভিযান পরিচালনা করে। 

সেখানে যমুনা নদী থেকে বালু উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ করে এবং বালু তোলার কাজে নিয়োজিত শ্রমিকরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিনটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে র‌্যাব-১২ বগুড়ার উপ সহকারি পরিচালক মো. গোলাম রব্বানীসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 
স্থানীয়রা জানান, সারিয়াকান্দি পৌর এলাকার কালিতলা গ্রোয়েন বাধের কাছে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় ব্যক্তি। এতে করে যমুনা নদীর ভাঙ্গন রোধে নির্মিত গ্রোয়েন বাধ হুমকির মুখে পরে। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের জমিজমা নদী ভাঙ্গনের হুমকির মুখে পরে। বিষয়টি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হলে প্রশাসন থেকে এই অভিযান পরিচালনা করা হয়। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর