২৫ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:৩৫

রাজশাহীতে স্ত্রী হত্যা মামলার রায়ে স্বামীর ফাঁসি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে স্ত্রী হত্যা মামলার রায়ে স্বামীর ফাঁসি

রাজশাহীর পুঠিয়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া জরিমানা করা হয়েছে ২৫ হাজার টাকা। একই মামলায় অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ার তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। 

সোমবার দুপুর সোয়া ১টার দিকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের (২) বিচারক মনসুর আলম এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণা করার পর সাজাপ্রাপ্ত আসামিকে রাজশাহী কারাগারে নিয়ে যায় পুলিশ।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির নাম রফিকুল ইসলাম। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার জমনি গ্রামের ওহির উদ্দিনের ছেলে। একই মামলায় বেকসুর খালাস দেওয়া হয় দুজনকে। এরা হলেন রফিকুলের মা বিলাতুন নেসা ও বড় ভাই মফিজুল ইসলাম। এর মধ্যে গৃহবধূর শ্বাশুরি বিলাতুন নেসা কিছুদিন আগে মারা গেছেন। আর ভাসুর মফিজুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। 

আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১৬ মে সকাল ৭টার দিকে যৌতুকের দাবিতে গৃহবধূ রিনা খাতুনকে তার স্বামী রফিকুল ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাই ইয়াসিন আলী মোল্লা বাদী হয়ে রিনার স্বামী, শ্বাশুরি ও ভাসুরের বিরুদ্ধে পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। 

ঘটনার ছয় বছর আগে রাজশাহীর বাগমারা উপজেলার রামরামা গ্রামের মৃত আমির মোল্লার মেয়ে রিনা খাতুনের সঙ্গে রফিকুল ইসলামের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই রফিকুল যৌতুকের দাবিতে রিনার ওপর নির্যাতন চালাতো। তাদের দাম্পত্য জীবনে চার সন্তান জন্ম নেয়। কিন্তু তিনজন মারা যাওয়ার পর এক ছেলে জন্ম হয়। হৃদয় নামের তার ওই ছেলে এখন মামাদের কাছে থাকে। 

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমত আরা জানান, এই মামলার তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুঠিয়া থানা পুলিশ। পরে আদালতে মোট ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। যুক্তিতর্ক শেষে সোমবার রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন আদালত। পরে দুপুরে এ রায় ঘোষণা করা হয়।


বিডি-প্রতিদিন/ ২৫ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর