২৫ সেপ্টেম্বর, ২০১৭ ২১:২১

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতা হত্যা মামলার আসামি আটক

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতা হত্যা মামলার আসামি আটক

 

নোয়াখালী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও আন্ত: জেলা বাস মালিক সমিতির সাবেক সভাপতি ইউসুফ আলী সেলিম হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে আটক করেছে র‌্যাব। আটক খায়রুল ইসলাম মিঠু (৩৫) লক্ষীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার রহিমপুর গ্রামের আবদুল বাকীর ছেলে। 

র‌্যাব ১১, সিপিপি ৩ এর কোম্পানী অধিনায়ক নরেশে চাকমা জানান, সোমবার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে র‌্যাবের একটি দল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুরিপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে খায়রুল ইসলাম মিঠুকে আটক করে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে ছয়টি মামলা রয়েছে। দুটি হত্যা মামলায় আদালত তার বিরুদ্ধে  গ্রেপ্তারী পরোয়ানা জারি করে।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, ২০১৪ সালে জেলা সদরের চরমটুয়া ইউনিয়নের মহতাপুর গ্রামে নোয়াখালী জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও আন্ত: জেলা বাস মালিক সমিতির সাবেক সভাপতি ইউসুফ আলী সেলিমকে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। ঘটনায় নিহত সেলিমের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে ২৭ জনকে এজাহারভুক্ত আসামি করে সুধারাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 


বিডি-প্রতিদিন/ ২৫ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর