২৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:২০

নাটোরে শিশু হত্যায় দুইজনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি:

নাটোরে শিশু হত্যায় দুইজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

নাটোরের সিংড়ায় শিশু মীম হত্যার দায়ে রফিকুল ইসলাম ও আবু সাঈদকে যাবজ্জীবন স্বশ্রম কারাদণ্ড ও আয়েশা খাতুনকে খালাস দিয়েছেন আদালত। আজ দুপুরে  অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাসানুজ্জামান রিপন এ রায় দেন।

রফিকুল ইসলাম সিংড়া উপজেলার গাড়াবাড়ি গ্রামের সোহরাব হোসেনের ছেলে ও আবু সাঈদ মৃত মজু প্রামাণিকের ছেলে।

মামলার বিবরণীতে জানা যায়,  ২০১৪ সালের ২৩ ডিসেম্বর বিকালে সিংড়ার গাড়াবাড়ি চাচাতো ভাইয়ের বিয়ের বাড়ী থেকে নিখোজ হয় মীম। পরে ২৭ ডিসেম্বর ঈদগাহ্ মাঠের পূর্ব পার্শের ডোবা থেকে মীমের মৃত দেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় রফিকুল, আবু সাঈদ ও সাঈদের স্ত্রী আয়েশা খাতুনকে আসামী করে নিহত মীমের পিতা নুরাজিত বাদী হয়ে সিংড়া থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। দীর্ঘ শুনানী শেষে বিচারক এ রায় দেন। 

 

বিডি প্রতিদিন/২৬ সেপ্টেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর