২৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:২৭

কলাপাড়ায় নারী-শিশু সুরক্ষায় কর্মশালা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

কলাপাড়ায় নারী-শিশু সুরক্ষায় কর্মশালা

পটুয়াখালীর কলাপাড়ায় নারী ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রমোশন অফ হিউম্যান রাইটস অফ পারসন উইথ ডিজএ্যাবিলিটি ইন বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে দাতা সংস্থা সিডিডি'র সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা সংগ্রাম এ কর্মশালার আয়োজন করে। আজ সকাল ১০টায় উপজেলা পরিষদ দরবার হলে এ কর্মশালায় সভাপতিত্ব করেন সংগ্রামের উপপরিচালক মো. হুমায়ুন কবির। 

প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি খন্দকার রবিউল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু। অন্যান্যের মধ্যে বক্তব্য সমাজসেবা কর্মকর্তা মুনতাছির বিল্লাহ, বিআরডিবি কর্মকর্তা নুর হোসেন চৌধুরী, অন স্টপ ক্রাইসিস সেন্টার ইনচার্জ ইদ্রিস আলম, ব্র্যাক আইন অধিকার প্রকল্পের কর্মকর্তা নুর হোসেন, প্রবিন্ধী নেতা এফএইচ বডির সদস্য সুমন দেব, আব্দুল মালেক, মোসা. রুমা প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন মো. মাসুদ শিকদার। কর্মশালায় প্রতিবন্ধী নারী-শিশুদের সুরক্ষায় বিভিন্ন সুপারিশ উঠে আসে। যা সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে সমাধানে সবাই একমত পোষণ করেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর