২৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:৪০

নেত্রকোনায় চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় নেত্রকোনা শহরের মোক্তাপাড়া পৌরসভার মোড়ে প্রধান সড়কে এ বিক্ষোভ ও মানববন্ধন পালিত হয়। গণতান্ত্রিক বাম মোর্চা ও সিপিবি বাসদের ব্যানারে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন। 

বামমোর্চা জেলা শাখার সমন্বয়ক সচিব সরকার রতনের সঞ্চালনায় মানববন্ধন চলাকালীন বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সিপিবি সভাপতি মোস্তফা কামাল, সাবেক সম্পাদক খন্দকার আনিছুর রহমান, সম্পাদক নলীনি কান্ত সরকার, সদস্য কহিনুর বেগম, ঐক্য ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, ক্ষেত মজুর সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিন, যুব ইউনিয়নের আলমগীর হোসেন, দেবজ্যোতি জনি, ছাত্র ইউনিয়নের সাবেক সম্পাদক নিহার সরকার অংকুর প্রমুখ। 

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। সাধারণ মানুষের ৭০ টাকা কেজি করে চাল কিনতে হচ্ছে। দ্রুত চালের দাম কমিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের ভেতরে আনার অনুরোধ জানান তারা। 


বিডি প্রতিদিন/২৬ সেপ্টেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর