২৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:৫৫

নেত্রকোনা তালের বীজ বপণ কর্মসূচির উদ্বোধন

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনা তালের বীজ বপণ কর্মসূচির উদ্বোধন

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বজ্রপাতে নিহতের হার কমাতে নেত্রকোনায় ১ লাখ ৩৮ হাজার তালের বীজ বপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের অয়োজনে রৌহা ও মৌগাতী ইউনিয়নের উদ্যোগে হাটখলা সড়কের দু'পাশে বীজ বপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান। এর আগে বীজ বপন কার্যক্রম উপলক্ষে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় তাল গাছের প্রয়োজনীয়তা বিষয়ে সকলকে অবহিত করেন জেলা প্রশাসকসহ অন্যান্য বক্তারা। জেলার ১০টি উপজেলায় একযুগে ১ লাখ ৩৮ হাজার তালের বীজ বপণ করা হবে বলে জনিয়েছেন জেলা প্রশাসন। এ সময় জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আশরাফ আলী খাস খসরু, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় ও পৌর মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান কামরুল হাসান শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, পিপি এডভোকেট জি এম খান পাঠান নিমলসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় ইউপি সদস্য ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

বিডি প্রতিদিন/২৬ সেপ্টেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর