২৬ সেপ্টেম্বর, ২০১৭ ২১:৩৪

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: ভারতীয় হাইকমিশনার

বাগেরহাট প্রতিনিধি:

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধণ শ্রিংলা বলেছেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে সহঅবস্থান করছে। শারদীয় উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়– বাংলাদেশ ও ভারতের সব সম্প্রদায়ের মানুষ এই উৎসবে সমানভাবে যোগ দিয়ে থাকে। 

মঙ্গলবার বিকালে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে ব্যক্তি উদ্যোগে করা হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজার মহা ষষ্ঠীর দিনে ৬৫১টি প্রতিমা নিয়ে দক্ষিণ এশিয়ার সর্ববৃহত দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় হাইকমিশনার আরো বলেন, বাংলাদেশে এটা আমার দ্বিতীয় শারদীয় উৎসব। তবে ঢাকার বাইরে কোন দুর্গা উৎসবে আসা এটাই আমার প্রথম। বাগেরহাটের সিকদার বাড়ির দুর্গা উৎসবে আসতে পেরে আমি আনন্দিত। শারদীয় দুর্গাপূজা ভারতে হিন্দুদেরও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ভারতের মত বাংলাদেশেও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হতে দেখে আমি খুবই খুশি। এই উৎসব বাংলাদেশেও অন্যতম বড় উৎসব। 

বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকাত আলী বাদশা, মহিলা এমপি হ্যাপি বড়াল, ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র মন্ডল, ভারতীয় দূতাবাসের প্রথম সচিব রাজেশ উকে, বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। 

এর আগে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ভারতীয় হাইকমিশনার হাকিমপুর গ্রামে আসেন। 

 

বিডি প্রতিদিন/২৬ সেপ্টেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর