Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২২ অক্টোবর, ২০১৭

ঢাকা, রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
প্রকাশ : ১২ অক্টোবর, ২০১৭ ১৭:৩০ অনলাইন ভার্সন
আপডেট :
মধুখালীতে বাল্য বিয়ে পড়ানোয় কাজীর কারাদণ্ড
অনলাইন ডেস্ক
মধুখালীতে বাল্য বিয়ে পড়ানোয় কাজীর কারাদণ্ড

ফরিদপুরের মধুখালী উপজেলায় বাল্য বিয়ে রেজিস্ট্রি করার অপরাধে আবদুস সালাম খান নামের এক কাজীকে (বিবাহ রেজিস্টার) ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা গেছে, মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নে এক নাবালিকা মেয়ের বিয়ে হয় বুধবার রাতে।

রায়পুর ইউনিয়নের বিবাহ রেজিস্টার আবদুস সালাম খান বিয়ে রেজিস্ট্রি করে দেন। বাল্য বিয়ের খবর জানতে পেরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে। এসময় কাজী কৌশলে বিয়ে বাড়ী থেকে পালিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে মধুখালী থানা পুলিশ কাজীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার কাজীকে বাল্য বিয়ে পড়ানোর অপরাধে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত কাজী আবদুস সালামকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

up-arrow