১৬ অক্টোবর, ২০১৭ ১৯:১৫

ত্রিপুরায় বাংলাদেশ-ভারতের রোটারীয়ানদের সেতুবন্ধন সম্মেলন

কুমিল্লা প্রতিনিধি:

ত্রিপুরায় বাংলাদেশ-ভারতের রোটারীয়ানদের সেতুবন্ধন সম্মেলন

বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়াতে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় দুই দেশের রোটারীয়ানদের উদ্যোগে অনুষ্ঠিত হবে সেতুবন্ধন সম্মেলন।
২৭ ও ২৮ অক্টোবর আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার বিকালে কুমিল্লা নগরীর লালমাই রোটারী ক্লাব সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের রেলমন্ত্রী মুজিবুল হক এমপি। উদ্বোধন করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
সম্মেলনে বাংলাদেশের ৯০টি রোটারী ক্লাবের ৬২৫জন এবং ভারতের ৯টি রাজ্যের ৩৭টি ক্লাবের ১৫০জন অংশ গ্রহণ করবেন। অনুষ্ঠানমালায় রয়েছে দুই দেশের আর্থ-সামাজিক বিষয় নিয়ে সেমিনার এবং শান্তি র‌্যালি। সম্মেলনটির মাধ্যমে দুই দেশের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্কের সাথে অর্থনীতিতেও নতুন দিগন্তের সূচনা হবে বলে বক্তারা জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের যুগ্ম আহবায়ক বাংলাদেশের রোটারীয়ান ডা. আবদুল কুদ্দুস আখন্দ, যুগ্ম আহবায়ক ভারতের আগরতলার রোটারীয়ান বাহারুল ইসলাম মজুমদার, রোটারী ক্লাব অব আগরতলা সিটির সভাপতি ডা. শ্যামল কৃষ্ণ বনিক, রোটারীয়ান আবু আজমল পাঠান ও চিত্তরঞ্জন ভৌমিক প্রমুখ। 

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর