১৬ অক্টোবর, ২০১৭ ২৩:০১

দৌলতপুরে ১৪ জেলের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

দৌলতপুরে ১৪ জেলের কারাদণ্ড

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীতে সরকারি সিদ্ধান্ত অমান্য করে ইলিশ ধরার দায়ে ১৪ জেলেকে সাতদিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা দৌলতপুর উপজেলার বাচামারা, চরকাটারী এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী এলাকার বাসিন্দা।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় রাতেই উপজেলা মৎস্য কর্মকর্তাদের নিয়ে উপজেলার যমুনা নদীর এলাকায় অভিযান চালনো হয়। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে বাচামারা এলাকার যমুনা নদী থেকে তাদেরকে আটক করা হয়।

পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতদিন করে কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর