১৭ অক্টোবর, ২০১৭ ১২:৩৯

বেনাপোলে ১৮ পিস স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

বেনাপোল প্রতিনিধিঃ

বেনাপোলে ১৮ পিস স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

ভারতে পাচারের সময় বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে ১৮ টি স্বর্ণের বারসহ শ্রবণ বিশ্বাস (৫২) নামে এক ভারতীয় নাগরিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে তাকে আটক করে বিজিবি।

আটক শ্রবণ ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বঁনগা থানার চইড়গাছি গ্রামের বিরেন্দনাথ বিশ্বাসের ছেলে।

৪৯ বিজিবি'র কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে ঘিবা সীমান্ত থেকে ওই সোনা চোরাকারবারিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৮ পিস সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার বারের ওজন দুই কেজি একশ' গ্রাম। যার বাজার মূল্য ৮৬ লাখ টাকা বলে বিজিবি জানান। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর