১৭ অক্টোবর, ২০১৭ ১৩:২৬

ময়মনসিংহে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের ফুলপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. জসিম উদ্দিন শেখের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে কলেজের পৌর শহরের ডিগ্রি কলেজ রোডে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ছাত্র-শিক্ষক নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে 'অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতাসহ নৈতিক স্খলনের' অভিযোগ এনে তার দ্রুত অপসারণ দাবি করেন। মানববন্ধনে কলেজের অধিকাংশ শিক্ষক-কর্মচারী অংশ নেন।

মানববন্ধনে ছাত্র-শিক্ষক নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণ না করা হলে আরও বৃহত্তর কর্মসূচি দেয়া হবে। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের একটি বিশাল মিছিল ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দিকে রওনা দিলে পুলিশ বাধা দেয়।

পরে আওয়ামী লীগ নেতা ও ফুলপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান এবং ফুলপুর ওসি আলী আহম্মেদ মোল্লা  প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা কলেজ ক্যাম্পাসে ফিরে যান।

বিডি প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর