শিরোনাম
১৭ অক্টোবর, ২০১৭ ১৫:৪৫

ফরিদপুরে ১৩ জেলের সাজা

অনলাইন ডেস্ক

ফরিদপুরে ১৩ জেলের সাজা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে ইলিশ মাছ ধরার অভিযোগে ১৩ জেলেকে আটক করা হয়েছে। এসময় আড়াই হাজার মিটার কারেন্ট জাল ও ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। আজ চরভদ্রাসন উপজেলা মৎস অফিসা আজম আলী থানা পুলিশের সহায়তায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. সগীর হোসেন ১৩ জেলের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। কারাদন্ড প্রাপ্তরা হলেন, বতু জঙ্গী, আলম শেখ, সাঈদ হাওলাদার, সফিকুল ইসলাম, মামুন শেখ, রাসেল বাছার, ফারুক চোকদার, রুহুল আমিন, বেপারী, আবদুল জলিল সিকদার, আনোয়ার হোসেন, লুৎফর মোল্যা, রিপন মোল্যা, সৈয়দ শাহিন। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছ স্থানীয় মাদ্রাসায় বন্টন করা হয়।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর