১৭ অক্টোবর, ২০১৭ ১৭:৩৭

জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে বগুড়ায় নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে বগুড়ায় নানা কর্মসূচি

জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে মঙ্গলবার বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বগুড়ার উদ্যোগে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য স্যানিটেশন র‌্যালি বের হয়। র‌্যালি শেষে সাত মাথায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়।

এরপর সাড়ে ৯টায় বগুড়া সরকারী বালিকা বিদ্যালয়ে হাত ধোয়া বিষয়ে বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা ও সাবান বিতরণ করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক সুফিয়া নাজিম,  জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, বগুড়া পৌরসভার  মেয়র এ কে এম মাহবুবর রহমান।

এসময় বক্তব্য রাখেন বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বগুড়ার সহ: প্রকৌশলী উম্মে রোমান খান জনি, মামুনুর রশিদ, এমএ জিন্নাহ, অখিল চন্দ্র, পৌর কাউন্সিলর আব্দুর রহিম, বগুড়া পৌরসভা, আইডিই বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ব্রাক ওয়াশসহসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বগুড়া সহ জেলার বিভিন্ন পর্যায়ের সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

সাবান বিতরণ কার্যক্রমে বগুড়া জেলা প্রশাসক ছাত্রীদের উদ্দেশ্য বলেন, বগুড়াকে সুন্দর নগরী হিসাবে গড়ে তুলতে হবে। বগুড়া পৌরসভার পাশাপাশি যারা বগুড়ায় বসবাস করি তাদের সকলকে একত্রে সচেতনার সঙ্গে দৈনন্দিন সৃষ্ট ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

বিডি-প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর