১৮ অক্টোবর, ২০১৭ ১২:৩৪

রাজবাড়ীতে ১০ লাখ মিটার জালসহ ৫ জেলে আটক

ফরিদপুর প্রতিনিধি:

রাজবাড়ীতে ১০ লাখ মিটার জালসহ ৫ জেলে আটক

রাজবাড়ীর পাংশা উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয় ৫ জেলেকে। আটককৃতদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্প, রাজবাড়ী জেলা মৎস্য বিভাগ ও প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইসউদ্দিন জানান, রাজবাড়ী মৎস্য অফিস ও প্রশাসনের সহায়তায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় তাসিরউদ্দিন, মোঃ কাসেম, মোঃ আব্দুর রব, মোঃ বিল্লাল প্রমানিক ও রওশন শেখকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ লাখ মিটার নিষিদ্ধ জাল ও ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার শাহ মোঃ সজীব দণ্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেন। জব্দকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ ও কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।


বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর