১৮ অক্টোবর, ২০১৭ ১৪:১৯

'লেগুনা ও ইজিবাইক' দ্বন্দ্বে কালকিনিতে যাত্রীদের ভোগান্তি

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

'লেগুনা ও ইজিবাইক' দ্বন্দ্বে কালকিনিতে যাত্রীদের ভোগান্তি

মাদারীপুরের কালকিনি-ভূরঘাটা, কালকিনি-খাসেরহাটসহ বিভিন্ন সড়কে লেগুনা ও ইজিবাইক চালকদের মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছে উক্ত পথে যাতায়াতকারী যাত্রীরা।

ইজিবাইক ও লেগুনা চালকদের নিয়ে উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে আওয়ামী লীগ নেতারা কয়েক দফা বসলেও সমাধান মিলছে না। ফলে উত্তপ্ত হচ্ছে রাজপথ এবং লাগামহীন হয়ে উঠছে লেগুনা ও ইজিবাইক চালকরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কালকিনির সড়কগুলোতে এক সময়ে পায়েচালিত ভ্যানই ছিল যাত্রীদের যাতায়াতের প্রধান বাহন। তিন বছর আগে সেই জায়গা দখল করে নেয় মোটর চালিত অটো বা ইজিবাইক। বর্তমানে কালকিনির সড়কগুলোতে সহস্রাধিক ইজিবাইক চলাচল করছে।

কিন্তু মাসখানেক আগে উক্ত সড়কগুলোতে লেগুনা গাড়ির চল শুরু হলে যাত্রী কমতে থাকে ইজিবাইকে। এতে বিপাকে পড়ে ইজিবাইক চালকরা। তারা লেগুনা বন্ধের দাবি জানায় অথবা ইজিবাইকের মতো সিরিয়াল মেইনটেইন করে চলাচলের দাবি জানায়। 

বিডি প্রতিদিন/১৮ অক্টোবর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর