১৮ অক্টোবর, ২০১৭ ১৭:৪৫

সিংড়ায় প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা, গ্রেফতার ১

নাটোর প্রতিনিধি:

সিংড়ায় প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা, গ্রেফতার ১

প্রতীকী ছবি

নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা ও গোলাগুলির ঘটনায় অস্ত্র আইনে কালিনগর গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে নাহিদ হোসেন গ্রেফতার করেছে থানা পুলিশ। এবিষয়ে সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বাদী হয়ে আজ সিংড়া থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেছে।

সিংড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সিংড়া উপজেলার মহিষমারী ও কালিকাপুর গ্রামে দু’গ্রুপের দুই দফা প্রকাশ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে উপজেলার দড়ি মহিষমারী গ্রামের নেকবর আলীর ছেলে হামিদুল ইসলাম গুলিবৃদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এবং রবিউল ইসলাম ও নাহিদ হোসেন নামের অপর দুই যুবক আহত হয়। পরে আহত দু’জনের মধ্যে নাহিদ হোসেন নামের একজনকে (রাজশাহী মেডিকেলে চিকিৎসারত অবস্থায়) ১৮৭৮ সালের অস্ত্র আইনে ১৯ - অ ধারা মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলায় আটককৃত নাহিদ হোসেনের কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার দেখানো হয়। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবক হামিদুলের পরিবার থেকে কোন মামলা দায়ের করা হয়নি।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর