১৮ অক্টোবর, ২০১৭ ১৮:০৬

ত্রাণের চাল পাচারের অভিযোগে ইউপি চেয়ারম্যান জেলহাজতে

নেত্রকোনা প্রতিনিধি:

ত্রাণের চাল পাচারের অভিযোগে ইউপি চেয়ারম্যান জেলহাজতে

ত্রাণের চাল পাচার অভিযোগের মামলায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাই শিমুল ইউনিয়নের চেয়ারম্যান আলী আকবর মল্লিককে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে নিন্ম আদালত। আজ নেত্রকোনা জেলা জজের নিন্ম আদলতে হাজিরা দিতে গেলে জামিন না মঞ্জুর করে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কেন্দুয়া থানার এস আই মো. রোকন উদ্দিন, জানান ভিজিডির ১৬বস্তা চাল পাচারের মামলায় আজ মামলার আসামী আলী আকবর তালুকদার নিন্ম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। নেত্রকোনা জেলা জজ আদালতের নিন্ম আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত -১ এর বিচারক মো. আলমগির হোসেন জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর