১৮ অক্টোবর, ২০১৭ ১৮:৩৪

কলাপাড়ায় ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

কলাপাড়ায় ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের যুবক মো. আবু বকরকে (২৫) ইভটিজিংয়ের কারণে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ডাদেশ প্রদান করেন।

কলাপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন জানায়, আবু বকর প্রায় দিনই নাচনাপাড়া গ্রামের ঢাকা-কুয়াকাটা মহাসড়কের ওপর দাঁড়িয়ে স্কুলগামী মেয়েদের উত্যক্ত করত। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে আবু বকরকে আটক করা হয়। এরপর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) আদালতে সোপর্দ করা হলে আদালত দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দন্ডিত আবুবকর নাচনাপাড়া মহল্লার আলমগীর মুন্সীর ছেলে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর