১৮ অক্টোবর, ২০১৭ ১৮:৪২

রাঙামাটিতে উৎসব মুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি:

রাঙামাটিতে উৎসব মুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

রাঙামাটিতে উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে হয়ে গেলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা।
বুধবার বিকার ৩টায় শহরের পৌর ট্রাক টার্মিনাল ঘাট এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগীতার অনুষ্ঠানিক উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।
এ সময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, রাঙামাটি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফারুক, পিএসসি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মো. রেদুওয়ান, অতিরিক্ত পুলিশ মোহাম্মদ সাফিউল সারোয়ার উপস্থিত ছিলেন।
এদিকে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই শত শত মানুষের পদাভারে কানায় কানায় ভরে উঠে রাঙামাটি কাপ্তাই হ্রদের তীরবর্তী এলাকা। এছাড়া দূর-দূরান্তের হাজার হাজার মানুষ নৌকা বাইচ উপভোগ করতে ফিসারী ঘাট এলাকায় এসে ভিড় জমায়। একপর্যায়ে নদীর ৫ কিলোমিটার এলাকাজুড়ে অর্ধলক্ষ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রতিযোগিতা দেখতে থাকে। এছাড়াও নদীর ভেতরে ৫ শতাধিক নৌকা নিয়েও মানুষ নৌকা বাইচ উপভোগ করে।
পরে নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ীদের নগত টাকা ও পুরুস্কার বিতরণ করা হয়।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর