১৯ অক্টোবর, ২০১৭ ১২:১৭

ভাঙ্গায় পূজার আগের রাতে কালী প্রতিমা ভাংচুর

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় পূজার আগের রাতে কালী প্রতিমা ভাংচুর

ভাঙ্গায় পূজার আগের রাতে কালী প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামের সার্বজনীন দুর্গা-কালীমন্দিরে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্দির কমিটির সভাপতি প্রফুল­ কুমার নন্দী বলেন, গতকাল বুধবার দিবাগত রাতের যে কোন সময় একতলা পাকা মন্দিরের সামনের গ্রিল ভেঙ্গে দুর্বৃত্তরা কালী প্রতিমার হাত, গলা, মহাদেবের হাত, পা, গলা ভেঙ্গে ফেলেছে।

বৃহস্পতিবার রাতে এ প্রতিমা দিয়ে পূজা করার জন্য গত তিন দিন আগে প্রতিমার রঙের কাজ শেষ হয়েছিল। দুর্বৃত্তরা পাশের মন্দিরের সরস্বতী ও মনসা প্রতিমা ভাঙচুর করে। ঘারুয়া গ্রামের হরিপদ রাহুতের বাড়ির লোকনাথ প্রতিমাও দুর্বৃত্তরা ভেঙ্গে ফেলে।

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মিরাজ হোসেন বলেন, দুর্বৃত্তরা কাজটি করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধিদের খুঁজে বের করা হবে।

বিডি প্রতিদিন/১৯ অক্টোবর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর