১৯ অক্টোবর, ২০১৭ ১৪:৪৭

বগুড়ার গাবতলীতে বিএনপির ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার গাবতলীতে বিএনপির ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পুলিশের কাজে বাধা প্রদান ও হামলার অভিযোগ এনে বগুড়ার গাবতলীতে বিএনপির ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে  উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ মিল্টনকে প্রধান আসামী করা হয়েছে। এরইমধ্যে তাকে গ্রেফতারও করেছে পুলিশ।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে সমাবেশ ও মিছিল করাকে কেন্দ্র করে বগুড়ার গাবতলী উপজেলায় পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় এ মামলা দায়ের করা হয়। গত বুধবার রাতে পুলিশের পক্ষ থেকে করা এ মামলায় আসামী হিসেবে ৫০-৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি আসামীদের 'অজ্ঞাত' হিসেবে দেখানো হয়েছে।

বগুড়ার গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার জানান, বুধবার  বিকেলে গাবতলী উপজেলা পোস্ট অফিসের সামনে বিএনপির নেতাকর্মীরা জমায়েত হয়। পরে মিছিল নিয়ে উপজেলা পরিষদের গেটের সামনে পুলিশের ওপর হামলা করে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়। মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিডি প্রতিদিন/১৯ অক্টোবর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর