২০ অক্টোবর, ২০১৭ ১৩:৪৯

চরভদ্রাসনে ৫ জেলের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি

চরভদ্রাসনে ৫ জেলের কারাদণ্ড

ফরিদপুরের চরভদ্রাসনে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে শুক্রবার সকালে ৫ জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

দণ্ডিত ব্যক্তিরা হলেন, হরিরামপুর ইউনিয়নের চর শালিপুর গ্রামের কাশেম প্রামানিক, শেখ রেজাউল ইসলাম, ফরিদ মোল্যা, ফরিদপুর সদর থানার শেখ ইউনুস ও রফিক প্রামানিক। 

আটকৃতদের কাছ হতে আট হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ৯০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং মাছ স্থানীয় দুটি মাদ্রাসার মাঝে বন্টন করে দেয়া হয়েছে বলে জানায় সংশিষ্ট সূত্র। 

বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ ফোর্স নিয়ে উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাশকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিট্রেট মতিউর রহমান খান। এ সময় উপস্থিত  ছিলেন ও উপজেলা মৎস কর্মকর্তা মালিক তানভীর হোসেন ।

বিডি-প্রতিদিন/ ২০ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর