২০ অক্টোবর, ২০১৭ ১৮:১৫

বগুড়ায় ৯ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১২২

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় ৯ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১২২

গত ৯ মাসে বগুড়া জেলায় ১৩২টি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এতে ১২২ জন নিহত ও প্রায় ৪শ’ জন আহত হয়েছেন।  এর মধ্যে ১০৪ জন পরুষ, ৭ জন নারী এবং ১১ শিশু রয়েছে। নিহতদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ২৪ জন। শুক্রবার দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা  কমিটি এসব তথ্য জানিয়েছে। 

সংবাদ সম্মেলনে নিসচা'র সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, জেলায় চলতি বছরের জানুয়ারী মাসে ১১টি দুর্ঘটনায় মারা গেছে ৯ জন, ফেব্রুয়ারিতে ১৬টি দুর্ঘটনায় ১৮ জন, মার্চে ১৩টি দুর্ঘটনায় ৮ জন, এপ্রিলে ১৭টি দুর্ঘটনায় ১৮ জন, মে মাসে ১৭টি দুর্ঘটনায় ১৬ জন, জুনে ১৪টি দুর্ঘটনায় ১৬ জন, জুলাই মাসে ২১টি দুর্ঘটনায় ১৭ জন, আগষ্টে ১৩টি দুর্ঘটনায় ১৩ জন, সেপ্টেম্বর মাসে ১০টি দুর্ঘটনায় ৭জন নিহত হয়েছে। 

সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা সৃষ্টি করতে আমরা সারাবছরই নানা কর্মসূচি করি। এর মধ্যে রয়েছে, গাড়ি চালক, মালিক, শ্রমিক, ছাত্রসহ পেশাজীবিদের নিয়ে সভা, সেমিনার ইত্যাদি। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক  রফিকুল ইসলাম সোহাগ, আমজাদ হোসেন মিন্টু আব্দুস সালাম বাবু । 

বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর