শিরোনাম
২০ অক্টোবর, ২০১৭ ২১:৫৮

টানা বৃষ্টিতে বাগেরহাট শহরসহ নিম্নাঞ্চল প্লাবিত

বাগেরহাট প্রতিনিধি :

টানা বৃষ্টিতে বাগেরহাট শহরসহ নিম্নাঞ্চল প্লাবিত

টানা বৃষ্টিতে উপকূলীয় জেলা বাগেরহাটে শহরসহ নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টিতে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তবে এই বৃষ্টিতে মাঠের আমন ধানের উপকার হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। 

টানা বৃষ্টির পানিতে বাগেরহাট শহরের রাহাতে মোড়, লোকাল বোর্ডঘাট, মেইনরোড, বাসাবাটি, রেলরোড, আলীয়া মাদ্রাসারোড, খারদ্বার, মিঠাপুকুরপাড়, সাহাপাড়াসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে। এছাড়া বাগেরহাটের নয়টি উপজেলার নিচু এলাকায় বৃষ্টির পানি জমে প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। রিক্সাচালক মধু মন্ডল বলেন, বৃহস্পতিবার থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে রাস্তায় বের হচ্ছেন না। একারনে আয় কম। 

বাগেরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. আবতাব উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্তমানে নষ্ট হওয়ার মত কোন ফসল এখন মাঠে নেই। বরং এই বৃষ্টিতে রোপা আমন ধানের উপকার হচ্ছে। 


বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর