২১ অক্টোবর, ২০১৭ ১৬:০৫

দিনভর বৃষ্টিতে বগুড়ায় দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

দিনভর বৃষ্টিতে বগুড়ায় দুর্ভোগ

টানা বর্ষণে শনিবার সকাল থেকেই উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া শহর ছিল অনেকটা জনমানবশূন্য। তবে বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থীসহ পরীক্ষার্থীরা। নিম্নচাপের প্রভাবে শুক্রবার বগুড়াসহ সারাদেশে দিনভর বৃষ্টি হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ সারাদিন বৃষ্টি হবে। এদিকে এমন টানা বৃষ্টিপাতে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। শহরে প্রতিদিনই রিক্সা, সিএনজিচালিত অটো রিক্সার কারণে যানজট লেগেই থাকে। তবে আজ ঠিক তার উল্টো, তেমন কোন যানবাহন চোখে পড়ছেনা। অনেককেই পায়ে হেটে গন্তব্যস্থলে যেতে দেখা গেছে। বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকাসহ বিভিন্ন স্থানে ড্রেনের পানি রাস্তায় জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে পায়ে হেটে চলাচলও কঠিন হয়ে পড়েছে।

বেশি দুর্ভোগে পড়েছে পরীক্ষার্থীরা। স্কুল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে পরীক্ষা। সড়কে যানবাহন কম থাকায় হেঁটেই পরীক্ষা কেন্দ্রে যেতে দেখা গেছে পরীক্ষার্থীদের। শহরের বিপণীবিতান, মার্কেটে দোকানপাট খোলা থাকলেও ক্রেতা নেই বললেই চলে। শহরের প্রধান বাজার ফতেহ আলী, রাজাবাজার, খান্দার বাজারসহ বিভিন্ন বাজারে অলস সময় কাটাচ্ছে বিক্রেতারা। 


বিডি প্রতিদিন/২১ অক্টোবর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর