২১ অক্টোবর, ২০১৭ ১৬:৫৪

'৮৪ হাজার ভূমিহীন পরিবারকে খাসজমি দেয়া হয়েছে'

পাবনা প্রতিনিধি

'৮৪ হাজার ভূমিহীন পরিবারকে খাসজমি দেয়া হয়েছে'

ফাইল ছবি

সারাদেশে ৮৪ হাজার ৭৩টি ভূমিহীন পরিবারকে ৪১ হাজার ৭০৫ একর কৃষি খাসজমি বন্দোবস্ত দেয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

শনিবার পাবনা সার্কিট হাউজে জেলা প্রশাসক ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। 

গৃহহীনদের জন্য পাবনা জেলার অভ্যন্তরে গুচ্ছগ্রাম নির্মাণে জায়গা নির্বাচন করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়ে ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫০ হাজার গৃহহীন পরিবারকে পুনর্বাসনের জন্য গুচ্ছগ্রাম তৈরির নির্দেশ দিয়েছেন। ভূমি মন্ত্রণালয় দেশব্যাপী গুচ্ছগ্রাম তৈরি করছে। পাবনা এ থেকে পিছিয়ে থাকতে পারে না। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে মন-প্রাণ দিয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। 

'একটি মানুষও গৃহহীন থাকবে না' প্রধানমন্ত্রীর এ নির্দেশে সারাদেশে গৃহহীনদের জন্য খাসজমিতে ঘর নির্মাণ করে তাদের পুনর্বাসন ও ভূমিহীনদের খাস জমি প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান ভূমিমন্ত্রী। 

বিডি প্রতিদিন/২১ অক্টোবর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর