২২ অক্টোবর, ২০১৭ ১২:০৩

খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর

অনলাইন ডেস্ক

খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর

কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ২২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

পানি উন্নয়ন বোর্ড রবিবার সকাল ৯টায় খোয়াই নদীর চুনারুঘাটের বাল্লা পয়েন্টে এ রিডিং পরিমাপ করে। এ সময় হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে পানি ছিল বিপদসীমার ১৫০ সেন্টিমিটার ওপরে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে খোয়াই নদীর শনিবার দিনগত রাত ১২টার পর থেকে পানি বাড়তে শুরু করে। তবে বাল্লা সীমান্ত এলাকায় বর্তমানে পানি বাড়ার গতি স্থির রয়েছে। শহর রক্ষা বাঁধ এখনও ঝুঁকিমুক্ত।

বিডি-প্রতিদিন/ ২২ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর