২২ অক্টোবর, ২০১৭ ১২:৪০

লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

“সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ী” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেল এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোমায়রা বেগম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, বিআরটিএ সহকারী ব্যাবস্থাপক আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সড়কে সাবধানে গাড়ী চালাতে হবে এছাড়াও ট্রাফিক আইন মেনে রাস্তায় চলাচলের পরার্মশও দিয়েছেন তারা। পরে জনসচেতনা বৃদ্ধির জন্য বিভিন্ন লিফলেট বিতরণ করা হয়।
এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর