২২ অক্টোবর, ২০১৭ ১৪:৪১

পাবনায় অভিযান চালিয়ে কারেন্ট জালসহ ৬ জেলে আটক

পাবনা প্রতিনিধি:

পাবনায় অভিযান চালিয়ে কারেন্ট জালসহ ৬ জেলে আটক

পাবনার পদ্মা ও যমুনা নদীতে অভিযান চালিয়ে পুলিশ ৬ জেলেকে আটক করেছে। এ সময় আনুমানিক ১ লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

রবিবার ভোর রাত থেকে বেলা ১২ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।  

পাবনার সুজানগর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম বলেন, সুজানগর ও আমিনপুর থানা এলাকার পদ্মা ও যমুনা নদীতে মা ইলিশ মাছ রক্ষা অভিযান পরিচালনার অংশ হিসেবে ভোর রাতে নদীতে অভিযান চালানো হয়। অভিযানে আটককৃতরা হলো, হবিবর (৩২), দুলাল হোসেন (৬০), রফিক (৩৫), হোসেন আলী (৩৮), মনির হোসেন (৫০) ও সাইদুল ইসলাম (৪৫)।
পরে জব্দকৃত কারেন্ট জাল নাজিরগঞ্জ ঘাট ও ঢালারচর এলাকায় জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। অপরদিকে মাছগুলো স্থানীয় এতিমখানা ও মাদরাসায় প্রদান করা হয়।
একই সাথে আভিযানের আজই শেষ দিন হওয়ায় আটককৃতদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর