শিরোনাম
২৩ অক্টোবর, ২০১৭ ০২:৩৩

বরিশালে ৪৫ জেলেকে দণ্ড

অনলাইন ডেস্ক

বরিশালে ৪৫ জেলেকে দণ্ড

বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৪৫ জেলেকে আটক করে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মা ইলিশ নিধন বন্ধে অভিযানের শেষ দিনে রবিবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। 

বরিশাল নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের শেষ দিনে মৎস্য অফিসের কর্মকর্তা ও নৌ-পুলিশের সদস্যরা যৌথভাবে বরিশালের বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করেন। অভিযানে রাত ৮টা পর্যন্ত ৪৫ জনকে নদীতে মাছ ধরার সময় আটক করা হয়। পাশাপাশি ওই অভিযানে ১ লাখ ৭৫ হাজার মিটার জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়।

আটকদের রাতে বরিশাল নৌ-থানায় নিয়ে আসা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ জনকে ২ হাজার টাকা করে জরিমানা ও বাকীদের ১৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাছগুলো দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

বিডি প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর