২৩ অক্টোবর, ২০১৭ ১১:৪২

ঝিনাইদহে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ:

ঝিনাইদহে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

'পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যৎ'- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এক র‌্যালি বের করা হয়। 

র‌্যালিটি শহরে প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে হাত ধোয়া প্রদর্শণী করা হয়। ঝিনাইদহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রশিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা। সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. জাহিদ আহম্মেদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর